নারায়ণগঞ্জ

১৫ নং ওয়ার্ডে কৃষকের বাজার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের কৃষকের বাজার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও বাজার কমিটির সভাপতি জনাব অসিত বরণ বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য বাবু শংকর সাহা, বাবু সজল সাহা, মিজানুর রহমান টুলু, হিমাদ্রী সাহা, গাজী মোঃ সালাউদ্দিন, হাজী মুরাদ হোসেন, রমেন সরকার, অজয় কুমার বিশ্বাস, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শাহজাহান মিয়া, রুমা মোদক, কবিতা সূত্রধর, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট এর কো-অর্ডিনেটর জিয়াউর রহমান, ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, কৃষি বিশেষজ্ঞ মোঃ জনি মিয়া  ১৫ নং ওয়ার্ড সচিব মোঃ আবুল কালাম প্রমুখ।

সভায় অসিত বরণ বিশ্বাস বলেন, গত ৩৫ সপ্তাহ যাবৎ বাজারটি অত্যন্ত সুষ্ঠুভাবে  পরিচালিত হচ্ছে।  আগামী মে মাসে প্রকল্পের মেয়াদ শেষ হবে।  বাজারে ক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে। এটিকে টিকিয়ে রাখার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাজারের পণ্যের গুণগত মান, বিষমুক্ত নিরাপদ সবজী ও বাজারের সার্বিক অবস্থা সম্পর্কে সাংবাদিক ভাইদের সাথেও মত বিনিময় সভা করেছি। 

জনস্বাস্থ্যের কথা চিন্তা করে এমতাবস্থায় কৃষকের বাজারকে অবশ্যই টেকশই করতে হবে। মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আগামী মে মাসে ইতালীর রোমে কৃষকের বাজার বিষয়ে আন্তর্জাতিক সেমিনারে অংশ নিবে। আমরা আশা করছি তিনি দেশে ফিরে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষকের বাজার বিষয়ে আশানুরুপ সিদ্ধান্ত নিবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close