নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি

কালির বাজার স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিতঃ সভাপতি বিশ্বনাথ ও সম্পাদক স্বপন

কালির বাজার স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়ন কার্যকরী পরিষদ (২০২২-২০২৪) নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ই ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ভোট গ্রহণ কার্যক্রম চলে।

এবারের নির্বাচনে কালির বাজার স্বর্ণ শিল্পী সমিতির সাধারণ মোট ভোটার সংখ্যা ১০৬৮ জন, ভোট প্রদান করেন ১০৬৭ জন ভোটার তাদের মূল্যবান ভোট পছন্দের প্রার্থীদের প্রদান করেন। এছাড়াও মোট ৯ টি পদে ২৫ জন সাধারণ প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করেন।

নির্বাচনের সভাপতি পদে বিশ্বনাথ কর্মকার রিক্সা প্রতীক, গৌতম দেবনাথ আনারস প্রতীক, গবিন্দ বিশ্বাস ইলিশ প্রতীক, অশেষ কর্মকার চাকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। এর মধ্যে রিক্সা প্রতীকে বিশ্বনাথ কর্মকার ৫৪০ টি ভোট পেয়ে বিজয়ী হন।

সাধারণ সম্পাদক পদে মোট তিন জন প্রার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে বাবু তারক চন্দ্র মন্ডল গোলাপফুল মার্কা, স্বপন দাস ছাতা প্রতীকে এবং নারায়ণগঞ্জ চন্দ্র  উড়োজাহাজ প্রতীকে অংশগ্রহণ করেন। এর মধ্যে  স্বপন দাস ছাতা প্রতীকে  ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হন।

তাছাড়াও সহ সভাপতি পদে দুলাল রায় ফুটবল প্রতীকে মোট ৬০২ ভোট পেয়ে নির্বাচিত হয়। সহ সাধারণ সম্পাদক পদে বাবু সেন্টু সাহা বাঘ  প্রতীকে মোট ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মধু দাস হাতুড়ী   প্রতীক নিয়ে মোট ৬৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়। কোষাধ্যক্ষ পদে শ্যামল ধর  মোট ৭৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদক পদে রামকৃষ্ণ সাহা রামু টেবিল প্রতীক নিয়ে মোট ৩৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। প্রচার সম্পাদক পদে নিবাস ষোঘ বই প্রতীক নিয়ে মোট ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুমন কর্মকার ক্রিকেট প্রতীক নিয়ে মোট ৭৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়।

শান্তিপূর্ণ এই নির্বাচনে দিন ব্যাপী স্বর্ণশিল্পী সমিতির সাধারণ ভোটারদের পদচারনায় পুরো কালির বাজার এলাকা উৎসবমূখর পরিবেশ বিরাজ করে। এই নির্বাচনে প্রায় শতভাগ ভোটার তাদের মূল্যবান ভোট প্রদানের সূযোগ পায়। আর সাধারণ স্বর্ণ শিল্পী সমিতির ভোটাররা তাদের পছন্দের মনোনীত নিজ নিজ প্রার্থীদের ভোট প্রদান করে থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close