নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতিসোনারগাঁও

মোগরাপাড়া ইউপি নির্বাচন: মধ্যরাত থেকে প্রচারণা শেষ

সোমবার (১৩ জুন ২০২২) মধ্যরাত থেকে প্রচার প্রচারণা শেষ হয়েছে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুতি নিচ্ছেন।
আগামী ১৫ জুন সকাল ৮টা থেকে ভোট প্রদান শুরু হবে। শেষ হবে বিকেল ৪টায়। সেদিন ২৪ হাজার ২৩৪ জন ভোটার ভোট প্রদানের মধ্য দিয়ে বেছে নিবে নিজের পছন্দের প্রার্থীদেরকে।

সীমানা সংগ্রান্ত বিরোধের কারণে ইউনিয়নে ভোট স্থগিত ছিল বেশ কিছু দিন।

বিরোধ নিস্পত্তি হওয়ার গত ২৫ এপ্রিল মোগরাপাড়া ইউনিয়নটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, আপিল ও প্রার্থীতা প্রত্যাহারের পর চেয়ারম্যান পদে ৫ জন প্রতীক নিয়ে প্রচারণায় নামেন।

৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪১ জন ও ৩টি সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রার্থী অংশ নেন।

টানা ২৯ দিন মিছিল-মিটিং আর প্রচারণার পর সোমবার মধ্যরাত থেকে সকল প্রকার নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে।

এবার মোগরাপাড়া ইউনিয়নে ১২ কেন্দ্রে ৭০টি বুথে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরজ্ঞামাদি পাঠানোর সমস্ত প্রকার কার্যক্রম সর্ম্পূন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close