ধর্মসিলেট বিভাগ

শমসেরনগর ইসলামিক মিশনে দুঃস্থ মহিলার মাঝে যাকাতের ভাতা বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে বিনামূল্যে সেলাই প্রশিক্ষনার্থী ৬০জন দুঃস্থ মহিলাদের মাঝে যাকাতের ভাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় যাকাত বোর্ড পরিচালিত ও শমশেরনগর ইসলামিক মিশনের আয়োজনে ইসলামিক মিশনের হলরুমে এ যাকাতের ভাতা বিতরণ করা হয়। ইসলামিক মিশন শমশেরনগর সিনিয়র মেডিকেল কর্মকর্তা ডা. মো. মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও মিশনের প্রোগ্রাম অফিসার মুমিনুল হক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. জয়নাল আবেদীন, ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ ফিল্ড সুপারভাইজার মো. ইকবাল হোসেন, সেলাই প্রশিক্ষক আব্দুল খালিক ও আব্দুল বাছিত মধু। আলোচনা সভা শেষে সেলাই প্রশিক্ষনার্থী ৬০জন দুঃস্থ মহিলাকে এক হাজার টাকা করে যাকাতের ভাতা বিতরণ করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ যাকাত বোর্ডের অর্থায়নে ও শমশেরনগর ইসলামিক মিশনের উদ্যোগে এসব ভাতা বিতরণ করা হয়। উল্লেখ্য, যাকাত বোর্ড কর্তৃক পরিচালিত শমশেরনগর ইসলামিক মিশনে প্রতি অর্থ বছরে ৪ মাসে ২০ জন করে দুঃস্থ মহিলাদের ৩ ব্যাচে ৬০জন মহিলাকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষনার্থীদের মাঝে এক হাজার টাকা করে যাকাত ভাতা প্রদান করা হয়। প্রতি অর্থ বছরের ৩ ব্যাচের ৩ জন করে ৯ জনকে সেলাই প্রশিক্ষন শেষে ৯টি সেলাই মেশিন প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close