খুলনা বিভাগসারাদেশ

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সুশীলনের যুবদের সামাজিক উদ্যোগ মডেল প্রদর্শনী

১২ই আগস্ট “আন্তর্জাতিক যুব দিবস”। বিশেষ এ দিবসটিকে কেন্দ্র করে ২৫ আগস্ট, ২০২২ তারিখে খুলনায় “সুশীলনে”র যুবদের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উৎযাপন করা হয়।

নানা আয়োজনের মধ্যে ছিল যুব রেলি, সামাজিক উদ্যোগ (স্যাপ) মডেল প্রদর্শনী এবং আলোচনা সভা। উক্ত আয়োজনের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজলাল কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকসানা রহমান, সুশীলনের প্রকল্প সম্বন্নয়ক নাসিরা মিতা, প্রকল্প অফিসার শেখ নাইম হোসেন প্রমুখ।

উল্লেখ্য যে সরকারি ব্রজলাল কলেজের প্রায় দুই শত যুবক ব্রিটিশ কাউন্সিল ও সুশীলনের যৌথ উদ্যোগে প্রদত্ত প্রশিক্ষণ গ্রহণ করে এবং বেশ কতকগুলো সামাজিক উদ্যোগ গ্রহণ করে।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে যুবকরা তাদের গৃহীত সামাজিক উদ্যোগের কয়েকটি মডেল বিভিন্ন ভাবে প্রদর্শন করে। এতে অতিথি সহ অন্যান্য যুবকেরাও ঘুরে ঘুরে দেখে এবং ভূয়সী প্রশংসা করে। প্রশিক্ষণ প্রাপ্ত এক ইয়ুথ লিডার এম এম মাসুম বিল্যাহ এ প্রসঙ্গে বলেন, “সুশীলন থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে দক্ষতা উন্নয়নের সুযোগ পেয়েছি এবং তা বাস্তবতায়নের অংশ হিসেবে ‘জৈব সারে ছাদ বাগান’ প্রকল্প নিয়ে কাজ করছি।”

 

 

 

 

অন্য এক ইয়ুথ লিডার ফারহানা ইয়াসমীন আয়েশা বলেন, “মেয়েদের ক্ষেত্রে সমাজের নানা কঠিন বাস্তবতা কাটিয়ে সামাজিক উন্নয়নে অংশ নেওয়ার এ এক দারুণ প্লাটফর্ম। নিজের মেধা ও মননের বিকাশ ঘটিয়ে সমাজ উন্নয়নে কাজ করছি।” অতিথি রোকসানা রহমান যুবদের উদ্দেশ্যে বলেন, “তোমরা আগামীতে এ পৃথিবীকে নেতৃত্ব দিবে। নিজেদের যোগ্যতা ও দক্ষতার বিকাশ ঘটিয়ে যেভাবে সমাজ পরিবর্তনে কাজ করে যাচ্ছো, আগামী বিশ্বটা নিঃসন্দেহে অনেক সুন্দর হবে। তোমাদের এ যাত্রা অব্যাহত থাকুক।” আয়োজন সম্পর্কে সুশীলনের প্রকল্প কর্মকর্তা শেখ নাইম হোসেন বলেন, “বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগিয়ে এদেশে দীর্ঘদিন যাবৎ সুশীলন দেশের ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাচ্ছে। এসডিজি-১৩ সম্পর্কিত তরুণদের এই টুকরো টুকরো কাজ সম্মিলিত ভাবে এক বিরাট কোন পরিবর্তনের অনুঘটক হবে বলে আমরা মনে করি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close