জাতীয়

বাংলাদেশ-জাপান বন্ধুত্বের ৫০ বছর উপলক্ষে ঢাকায় কনসার্ট

বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর উপলক্ষে ঢাকাস্থ জাপানি দূতাবাস আয়োজন করতে যাচ্ছে বিশেষ এক কনসার্টের। এতে পারফর্ম করবে জাপানের খ্যাতিমান আয়ুন জে ক্ল্যাসিক অর্কেস্ট্রা দল। ১৫ অক্টোবরের এ অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে ‘কনসার্ট বাই আয়ুন জে ক্ল্যাসিক অর্কেস্ট্রা টু সেলিব্রেট দ্য ফিফটিয়েথ অ্যানিভার্সারি অব ফ্রেন্ডশিপ বিটুইন জাপান অ্যান্ড বাংলাদেশ’।

আয়ুন জে ক্ল্যাসিক অর্কেস্ট্রা সংগীত দলের বাদ্যযন্ত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো জাপানের ঐতিহ্যবহুল বাদ্যযন্ত্র ওয়া-দাইকো, শামিনিসেন, কোতো, শাকুহাচি ও শিনোবু। এসব বাদ্যযন্ত্র সচরাচর দলীয় সংগীতে বাজানো হয় না। ২০০৮ সালে বিশেষ বাদ্যযন্ত্রে বিশেষজ্ঞ সাতজন খ্যাতিমান শিল্পীকে নিয়ে দলটি গঠন করা হয়। তাদের মাধ্যমে গড়ে ওঠে অনন্য এক সংগীত দল, যারা টেকনিক্যাল দক্ষতা আর পারফরম্যান্সের মান দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি পান।

এবার এ দলের ছয়জন আসছেন ঢাকায়। কভিড-১৯ মহামারী শুরুর পর এটাই হবে তাদের বিদেশে কোনো পারফরম্যান্স। তাদের সঙ্গে বাংলাদেশের শাহতাজ, শিবলু ও রেজওয়ানা চৌধুরী বন্যাও অনুষ্ঠানে পারফর্ম করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close