জাতীয়বরিশাল বিভাগরাজনীতি

বরিশালে বিএনপির প্রচারণায় যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী হামলার অভিযোগ

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রচারণায় নেমেছেন নেতা-কর্মীরা। জেলার উজিরপুরে বিএনপির এই প্রচারণায় ভয়াবহ সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। উপজেলার শানুহার বাসস্ট্যান্ড এলাকায় সোমবার (৩১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে দাবি বিএনপির।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাইয়ুম খান জানান, বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার শানুহার বাসস্ট্যান্ড এলাকায় বিভাগীয় গণসমাবেশের লিফলেট বিতরণ করার জন্য জড়ো হন নেতা-কর্মীরা। এ সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি শিপন মোল্লার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। পুলিশ বিএনপির নেতা-কর্মীদের সরে যেতে বললে তারা ঘটনাস্থল ত্যাগ করতে থাকেন। তখন শ্রমিক লীগ সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালান। এতে শ্রমিক দলের মিঠু বালী, শাহীন সিকদার, বিএনপি নেতা মো. বুলু ও শ্রমিক দলের উপজেলা সভাপতি মো. হাইয়ুমসহ কমপক্ষে ১০ জন আহত হন।

তবে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দীন সরদার জানান, বিএনপির কোনো নেতা-কর্মীকে কেউ মারধর করেনি।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক পলাশ জানান, এ ঘটনায় আহত চারজন হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুল হাসান জানান, দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে হামলা বা মারধরের কোনো ঘটনা ঘটেছে বলে জানা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close