চট্টগ্রামজাতীয়

মিয়ানমারের বিজিপির আরও ৪৬ সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী- বিজিপির ৪৬ জন সদস্য।

সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামছড়ি সীমান্ত দিয়ে তারা অনুপ্রবেশ করেছে বলে নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

স্থানীয়রা জানায়, গত কয়েক দিন ধরে দুই-একজন করে মিয়ানমারের বিজিপি, সেনা সদস্যরা অনুপ্রবেশ করছিলো। তবে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন সময় ১৮ জন অনুপ্রবেশ করে। এরপর রাত বাড়ার সাথে সাথে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরকান আর্মির সঙ্গে ওই দেশের সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি ও সেনাবাহিনীর গোলাগুলি হয়।

গোলাগুলির একপর্যায়ে বিজিপির প্রায় ৪৬ সদস্য বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। এনিয়ে গত কয়েকদিনে বিজিপি ও সেনা সদস্য মিলে প্রায় ৮০ জনের মতো বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close