ধর্মনারায়ণগঞ্জলেখা-পড়া
মারকাযুন নূর মহিলা মাদরাসায় কোরআনের ছবক উদ্বোধনী অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্টঃ ২৫ আগষ্ট নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বাদ এশা মারকাযুন নূর মহিলা মাদরাসায় কোরআনের ছবক উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুফতি সিরাজুল ইসলাম।
তিনি বলেন কোরআনের ছবক যেখানে শিক্ষা বা পড়ানো হয় সেই জায়গা দামি হয়ে যায়। আজকের এই ছোট বাচ্চা একদিন আলেমা হয়ে দেশে জাতির কল্যাণ বয়ে আনবে। ছাত্রীদের কোরআনের ছবক দিয়ে মারকাযুন নূর মহিলা মাদরাসা উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেন তিনি।
মনোরম পরিবেশে এবং প্রচিলত বাংলা শিক্ষা পদ্ধতি সমন্বয় করে আরবি শিক্ষাকে সামনে রেখে আধুনিক সিলেবাসে ১ মে ২০২৩ মারকাযুন নূর মহিলা মাদরাসা ৩০ ছাত্রী নিয়ে চালু করেন অত্র মাদ্রাসার মোহতামীম ওসমান গনি।
মাদরাসাটি নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র আমলাপাড়ার ৩৭ নং কে বি সাহা রোডের তৃতীয় তলায় অবস্থিত।