নারায়ণগঞ্জনির্বাচনী হালচালবন্দরসিদ্ধিরগঞ্জ

দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেয়র আইভী, বাদল ও চন্দন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে দলীয় কার্যালয় থেকে মেয়র আইভীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

একইদিন  নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলও মনোনয়ণপত্র সংগ্রহ করেন। এরআগে রোববার মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ছেলে অরিজিৎ শীল।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন,  আমি নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চাই।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আমাকে যদি দল ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নমিনেশন দেন তাহলে অতীতে আমি যেভাবে দলমত নির্বিশেষে মানুষের জন্য কাজ করে গেছি ভবিষ্যতেও করে যাবো।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল বলেন, আমি আওয়ামীলীগ করি; বঙ্গবন্ধুর রাজনীতি বিশ্বাস করি। দলের প্রতি আমি অনুগত ও দলের সিদ্ধান্তের প্রতি আমি আস্থাশীল তাই আমি দলীয় ঘোষনা অনুযায়ি নির্দিষ্ট সময়ের মধ্যে দলের প্রতি সম্মান জানিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

আশা করি নারায়ণগঞ্জবাসী ও দল আমার প্রতি সমর্থন করবে। এই নারায়ণগঞ্জের সিটি অধ্যুষিত এলাকাবাসী একটা পরিবর্তন চায় আমিও তা চাই। সিটি এলাকায় যে উন্নয়ন হয়েছে তাতে আমি ও নগরবাসী সন্তষ্ট নয়।

এটা কোনো কাঙ্খিত উন্নয়ণ নয়। তাই আমি মনোনয়নপত্র সংগ্রহ করি। আমি নারায়ণগঞ্জবাসী ও সকলের সমর্থন চাই, দোয়া চাই। পাশাপাশি আমি এটাও বিশ্বাস করি আমার প্রতি তাদের দোয়া ও সমর্থন আছে এবং থাকবে।

মেয়র আইভীর মনোনয়নপত্র সংগ্রহ শেষে  জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

প্রসঙ্গত, বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার কথা রয়েছে।

এরই মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামীলীগ। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত ফরম বিক্রি হবে। ৩ ডিসেম্বর মনোনয়ন বোর্ডের এক সভায় মেয়র পদে নৌকার চূড়ান্ত প্রার্থীর নাম নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close