জাতীয়সিলেট বিভাগস্বাস্থ্য বার্তা

কমলগঞ্জে করোনার ভ্যাকসিন সংকট, ভোগান্তিতে জনসাধারণ!

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। এতে করে দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা লোকজন টিকা না দিয়ে ফিরে যান। সর্বশেষ রক্ষিত ২৪টি ভায়াল টিকা দ্রুত শেষ হওয়ায় হাসপাতালে সংকট দেখা দিয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে এ ঘটনাটি উপজলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান।

জানা যায়, কমলগঞ্জ উপজেলায় করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ৭৭২৪ জন। এতে ৭৭২টি ভায়াল ব্যবহার করা হয়। প্রথম টিকা গ্রহনকারীরারা দ্বিতীয় ডোজ টিকা নিতে প্রতিদিন ভিড় করছেন হাসপাতালে। ৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ৩৫৫৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। এখনো বাকী ৩২০০জন।

টিকা সংকটের কারণে, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা দেয়া বন্ধ রাখা হয়। দুপুরের পর অনেকেই ভিড় করে হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ টিকা না দিয়ে তাদেরকে ফিরিয়ে দেন। এতে করে লকডাউনের মধ্যে দুর দুরান্ত হতে আসা জনসাধারণ টিকা না দিয়ে চলে যেতে হয়। তবে রোববার পাওয়া যাবে কিনা তাও নিশ্চিত করে বলতে পারচ্ছেন না কেউ।

ভুক্তভোগী অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, কষ্ট করে এতো দুর দুরান্ত থেকে লকডাউনের মধ্যে আসলাম। কিন্তু টিকা পেলাম না। হাসপাতাল র্কতৃপক্ষের উচিত ছিল আগেই ভ্যাকসিন নিয়ে সংগ্রহ করা।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম. মাহবুবুল আলম ভূঁঞা জানান, দ্বিতীয় ডোজ টিকা নিতে প্রচুর মানুষ ভিড় করছেন। হাসপাতালে সংরক্ষিত টিকা শেষ হয়ে গেছে। সির্ভিল সার্জন বরাবর আবেদন করা হয়েছে। আশা করা যায় করোনা ভ্যাকসিন অতি দ্রুত চলে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close