অপরাধনারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে মৌমিতা বাসে যাত্রীর টাকা চুরি

আবারও অভিনব কৌশলে মৌমিতা বাসে সুমন রেজা নামে এক যাত্রীর উপর বমি করে তার কাছ থেকে দেড় লাখ টাকা চুরি করে পালিয়েছে চোর। রোববার  (৩০ অক্টোবর) বিকেলে লিংক রোডে ফতুল্লা খান সাহেব আলী স্টেডিয়ামের সামনে মৌমিতা বাসে এঘটনা ঘটে। পরে ওই দিন রাতে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে সুমন রেজা। সে ফতুল্লার সস্তাপুর এলাকার নূর হোসেনের ছেলে।

সুমন জানান, তার মা অসুস্থ হাসপাতালে ভর্তি। হাসপাতালের বিল পরিশোধ করতে আত্মীয়র কাছ থেকে এক লাখ ৪০হাজার টাকা নিয়ে রোববার ঢাকা সাইন্সল্যাব হতে মৌমিতা পরিবহনে নারায়ণগঞ্জ জেলখানার মোড় আসার পথে বিকেল আড়াইটায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম মোড়ে পৌছালে পাশে বসা অজ্ঞাতনামা একজন আমার উপর বমি করে দেয়। তখন বাসের হেলপার আমাকে দাঁড়াতে বলেন। আমি দাঁড়ানো মাত্রই তারা বমি পরিস্কারে কথা বলে কৌশলে প্যান্টের পকেট থেকে টাকা নিয়ে দ্রুত বাস থেকে নেমে যায়। বিষয়টি বাসের চালক ও হেলপারকে জানানোর পরও তারা বাসাটি কিছু দুরে থামিয়ে আমাকে নামিয়ে দিয়ে দ্রুত চলে যায়। এঘটনায় রাতে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছি।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। গাড়িটি সনাক্ত করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে ৭ অক্টোবর একই স্থানে মৌমিতা বাসে রনি নামে এক যাত্রীর উপড়ে বমি করে অভিনব কৌশলে এক লাখ টাকা চুরি করে পালিয়ে যায় চোর। এঘটনায় পুলিশ মৌমিতা বাসের চালক ইমরান (২৯) ও হেলপারের রতন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close