আন্তর্জাতিক

ইরাক ও সিরিয়ায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ইরাক ও সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড এবং এর সমর্থনকারী গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ এ পৌঁছেছে। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মার্কিন সামরিক ঘাঁটিতে গত রোববার হামলা চালায় ইরানের সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠী। এ ঘটনায় তিন মার্কিন সেনা নিহত হয়। এর প্রতিক্রিয়ায় শুক্রবার রাতে সিরিয়া ও ইরাকের ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন সেনারা।

রয়টার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা দূরপাল্লার বি-১ বোমারু বিমান শুক্রবারের হামলায় ব্যবহার করা হয়েছে।

ইরাক জানিয়েছে, মার্কিন হামলায় ১৬ ইরাকি নিহত হয়েছে। এদের মধ্যে চিকিৎসকও রয়েছেন। হামলার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ইরাক বাগদাদে মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দুল রহমান জানিয়েছেন, সিরিয়ায় হামলায় ২৩ জন নিহত হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে জানিয়েছেন, হামলাগুলো ‘মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি দুঃসাহসিক এবং কৌশলগত ভুল যা শুধুমাত্র উত্তেজনা এবং অস্থিতিশীলতা বৃদ্ধি করবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close