নারায়ণগঞ্জ

রমজানে যানজট নিরসনে নারায়ণগঞ্জ শহরে পুলিশের ৮ চেকপোস্ট

মাহে রমজানে নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে কাজ শুরু করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

নগরীর ৮টি পয়েন্টে ট্রাফিক পুলিশের কমিউনিটি পুলিশের ১০০ সদস্য মোতায়ন করা হয়েছে।

দুপুরে চাষাড়া মোড় থেকে যানজট নিরসন কার্যক্রম সূচনা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এসময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, নগরী যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগী করার জন্য ১০০ জন কমিউনিটি পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এই পুরো কাজে সহযোগীতা করেছে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও বিকেএমইএ। যানজট নিরসনে ট্রাক-বাস মালিক সমিতির সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি অবৈধ ইজিবাইক বন্ধ ঘোষণা করেছেন।

যানজট নিরসনের জন্য সম্প্রতি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ’র পক্ষ থেকে ১০ লাখ, ব্যবসায়ীদের সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ১০ লাখ ও সংসদ সদস্য একেএম সেলিম ওসমান দিয়েছেন ৫ লাখ টাকা।

এ সব টাকায় নারায়ণগঞ্জ শহরে প্রবেশের ৮টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

 

পোস্ট গুলো হলো- নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়, মহিলা সরকারি উচ্চ বিদ্যালয়, খানপুর মোড়, মিশনপাড়া, মন্ডলপাড়া ব্রিজ, রাসেল পার্ক, ডায়মন্ড হল ও ১ নং রেল গেইটের সামনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close