নারায়ণগঞ্জ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়লো বাস ভাড়া, যাত্রীদের ক্ষোভ প্রকাশ

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া বাড়ানো হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী দূর পাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বেড়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে বাস ভাড়া বাড়বে ২২ শতাংশ।

আর সব মহানগরীতে ৩৫ পয়সা বেড়ে নতুন ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে; তাতে ভাড়া বৃদ্ধি পাবে ১৬ দশমিক ২৭ শতাংশ।

এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী কয়েকটি পরিবহনের বাস ভাড়া টিকিট প্রতি ২০টাকা বাড়ানো হয়েছে। এর মধ্যে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা, শীতল পরিবহনের ৬৫ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা, বিআরটিসি ৪০ টাকা থেকে ১০টাকা বাড়িয়ে ৫০টাকা ও হিমাচল পরিবহন ও আনন্দ পরিবহন ১০ টাকা বাড়িয়েছে। তবে বন্ধু পরিবহন নারায়ণগঞ্জ- চিটাগাং রোডে আগের ভাড়া ২৮টাকাই চলাচল করছে।

এ নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। কেউ কেউ কাউন্টারে থাকা লোকদের সঙ্গে তর্কে জড়িয়েছেন, অনেকে হয়েছেন হতাশ।

পরিবহন মালিকরা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির একদিন পর সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা বাস ভাড়া বাড়ানো হয়েছে। আমাদের কোনো উপায় নেই। সবকিছুর দাম বেড়েছে। বিশেষ করে হঠাৎ করেই তেলের (ডিজেল) মূল্যবৃদ্ধি তাদের মারাত্মক অসুবিধায় ফেলেছে। সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে বেশী নেওয়া হচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close