নারায়ণগঞ্জ

চাষাড়ায় ট্রাক চাপায় বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় ট্রাক চাপায় বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। অ্যাডভোকেট আশেয়া রহমান সিদ্দিকা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় একমাত্র আসামী ট্রাকের চালক হাবিুবর রহমান (২৮) কে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর পর স্থানীয় লোকজন ট্রাকচালক হাবিবুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছিল। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান পটুয়াখালী জেলার মাদারবুনিয়ার হাজীখালী এলাকার মৃত আব্দুল আহমেদের ছেলে। বর্তমানে ফতুল্লার বাদল মিয়ার (মাস্টার ভিলা) বাড়ির ভাড়াটিয়া।

মামলা বাদী আশেয়া রহমান সিদ্দিকা মামলায় উল্লেখ করেন, তিনি ও তার মেয়ে মুক্তি আলিফ বেলী (১৪) আমেরিকায় বসবাস করেন। তার মায়ের অসুস্থতা ও পরিবারের লোকজনের সাথে দেখা করতে শহরের জামতলা হাজী ব্রাদার্স রোডে বোনের বাসায় বেড়াতে আসেন।

শুক্রবার (১০ ডিসেম্ব) তার প্রাক্তন স্বামী আলতাফ হোসেন (৪৭) মেয়ে মুক্তি আলিফকে দেখতে তার বোনের বাসা জামতলায় আসে। বেলা পৌনে ১টার দিকে আশেয়া রহমানের স্বামীর গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মুক্তি আলিফকে নিয়ে আলতাফ হোসেন রওয়ানা হয়। রিকসা যোগে চাষাড়া বাসস্ট্যান্ড যাওয়ার পথে ১টা ৫ মিনিটে চাষাড়া ডাকবাংলোর সামনে পঞ্চবটি হতে চাষাড়াগামী রাস্তায় পৌছালে সামনের দিক হতে আসা ট্রাক চালক হাবিবুর রহমান দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে আলতাফ হোসেন ও মুক্তি আলিফকে বহরকারী রিকসাকে ধাক্কা দিলে তারা রিকসা থেকে পড়ে যায়। পরে ট্রাক চালক তাদের মাথার উপর দিয়ে চালিয়ে দেয়। যার কারণে আলতাফ হোসেন ও মুক্তি আলিফ বেলী ঘটনাস্থলেই নিহত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close