নারায়ণগঞ্জ

না’গঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্প পরিদর্শনে জাপানী রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরী

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জালকুড়ি ময়লার ডাম্পিং প্রজেক্ট, সিদ্ধিরগঞ্জে নির্মানাধীন লেক, শেখ রাসেল নগর পার্ক, আলী আহম্মদ চুনকা মিলনায়তন পৌর পাঠাগার বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরী পরিদর্শন করেছেন।
রবিবার (৫ ফেব্রুয়ারী) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্পের সার্বিক অগ্রগতির পরিদর্শনে আসেন বাংলাদেশে নবনিযুক্ত জাপানের এ-ই রাষ্ট্রদূত।
পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সাথে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে ইওয়ামা কিমিনোরিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেয়র। এ সময় শিশু শিল্পিদের দেশীয় গানের সাথে নৃত্য পরিবেশন উপভোগ করেন।
উক্ত সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, প্যানেল মেয়র-১ ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান সহ সিটি কর্পোরেশন ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close