আন্তর্জাতিক

চীনের নয়া প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন লি কিয়াং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার তার অন্যতম বিশ্বস্ত মিত্র লি কিয়াংয়ের প্রধানমন্ত্রী নিযুক্ত নিশ্চিত করেছেন। এর মধ্যমে দেশের শীর্ষ নেতৃত্বের ওপর শি’র প্রভাব আরো একদফা বাড়লো।
দেশটির পার্লামেন্টের সভায় বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর উত্তরসূরি হিসেবে সাবেক সাংহাই পার্টির প্রধান লি’র নাম ঘোষণা করা হয়। তিনি গত বসন্তে দুই মাসের ভয়াবহ লকডাউন তত্ত্বাবধান করেন। খবর এএফপি’র।
শি জিনপিং সর্বসম্মতিক্রমে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার একদিন পরে ৬৩ বছর বয়সী লি কিয়াং প্রধানমন্ত্রী হিসাবে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ২ হাজার ৯শ’রও বেশি প্রতিনিধির প্রায় সকলের ভোট লাভ করেন।
লি কিয়াংকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার জন্য শির প্রস্তাব শনিবার সকালে পার্লামেন্টে পড়ে শোনানো হয়।
লকডাউন চলাকালে বাসিন্দাদের খাবার ও চিকিৎসা সেবা পেতে সমস্যা হওয়ার কারণে সাংহাই লকডাউন পরিচালনা করার পরে লি-এর উত্তরণ ইতোপূর্বে সন্দেহজনক বলে ঠেকেছিল।
গত শীতে শি’র শূন্য-কোভিড নীতির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও শি’র ব্যাপক প্রভাবের রেকর্ডের কারণেই সকল বাধা একদিকে ঠেলে দিয়ে তিনি চীনা রাজনীতিতে তার হাত শক্তিশালী করতে পারছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close