জাতীয়নারায়ণগঞ্জমতামতরাজনীতি

খোকন সাহার সমালোচনা করে আইভীর মন্তব্য ‘তখন তার প্রভু দেশে ছিলো না’

‘২০০৪ সালে ২১ আগস্ট আমাদের জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তারেক জিয়ার নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় আক্রমন করা হলো। সেই দিন আনোয়ার সাহেব, আরাফাতসহ, আমরা সকলেই এখানে (পার্টি অফিসে) এসে মিলিত হয়ে ছিলাম। সকল ভয়ভীতি উপেক্ষা করে রাস্তায় নেমে পড়লো। আনোয়ার কাকার নেতৃত্বে একবারতো মিছিল হয়ে গেলো। আবারও সকলেই গেলো। খোকন সাহাও এখানে ছিলেন। কারণ তখন তার প্রভু দেশে ছিলো না। এ জন্য তিনি এখানে ছিলেন।’

জাতিয় শোক দিবস উপলক্ষ্যে জেলা শ্রমিক লীগের আয়োজিত এক সভায় মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এ কথা বলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভী।

তাঁর ভাষ্য মতে, ‘আমার সহযোগীতায় উনি (খোকন সাহা) শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে ছিলেন। আনোয়ার কাকার নির্দেশে তাঁর জন্য কাজ করেছি। আনোয়ার কাকা পছন্দ করে ছিল খোকন সাহাকে।’

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘২০০৮ সাল পর্যন্ত সে কোন বিবেধ তৈরি করে নাই। এমন কি যাদুর কাঠি আসলো, ২০০৯ সাল থেকে উনি বিবেধ তৈরি করার চেষ্টা শুরু করছে। শহর এত সুন্দর ছিল। আমরা যৌথ ভাবে সকলে দলের কর্মকান্ড করেছি। আমাদের অফিস জমজমাট থাকতো। নেত্রী যখন গ্রেপ্তার হলো-নারায়ণগঞ্জ পৌরসভা থেকে বিশাল বড় মিছিল করেছি। তখন তো সকলেই আসছে। সকলে মিলে এই পার্টি অফিস থেকে আমরা কর্মকান্ড চালিয়েছি।’

দলের বিভেদ নিয়ে আইভী বলেন, ‘এখন কারা এই কাজ গুলো করছে। কেন করছে, কাদের স্বার্থে? আজকে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায়, কাদের পকেট সবচেয়ে বেশি লাভবান হয়েছে। কাদের দেশে বিদেশে অবস্থান সুদৃড় হয়েছে, বাড়ি-ঘর-ব্যবসা কাদের? খোঁজে দেখেন। এই যে কর্মীরা, যারা আওয়ামী লীগকে প্রচুন্ড ভাবে ভালোবাসে, বঙ্গবন্ধুকে-শেখ হাসিনাকে। তারাই কিন্তু দেশে থেকেছে, তারাই কিন্তু বারবার জাতির পিতার কণ্যার জন্য জানপ্রাণ দিতে প্রস্তুত থাকে। তারাই কিন্তু বিভিন্ন দু-সময়ে পাশে দাঁড়ায়।’

জাতীয় শ্রমিক লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছামাদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।

আরও উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট আনিছুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close