আন্তর্জাতিক

ইরানে ইসরাঈলী ড্রোন হামলা ঘটনায় রাশিয়ার তীব্র নিন্দা

ইরানের ইস্পাহান প্রদেশে অবস্থিত দেশটির অস্ত্রাগার লক্ষ্য করে সম্প্রতি যে ড্রোন হামলা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। ওই হামলাকে উসকানিমূলক বলেও উল্লেখ করেছে মস্কো।

ইয়েনি শাফাক জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন- ‘আমরা যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই; যা ইতোমধ্যে অশান্ত হয়ে যাওয়া অত্র অঞ্চলে অনিয়ন্ত্রিত উসকানির জন্ম দেবে। এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য অভূতপূর্ব খারাপ ফলাফল বয়ে আনবে।’

রুশ কূটনীতিক আরও বলেন, ওই হামলার পেছনে যারা জড়িত, তারা ও তাদের সমর্থকরা ইরানকে দুর্বল করার প্রত্যাশায় মেতে উঠেছে।

এর আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে তাদের অন্যতম একটি ওয়ার্কশপ কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। তবে তাদের আকাশ প্রতিরক্ষা বিভাগ তা সফলভাবে প্রতিহত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close