নারায়ণগঞ্জনির্বাচনী হালচাল

আগামীকাল নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির (২০২৩-২৪) নির্বাচন। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান ডিজিটাল বার ভবনে বিরতীহীনভাবে ভোটগ্রহণ চলবে।

দুটি প্যানেলে ১৭টি পদে মোট ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার ১১৫১জন। এবার, নির্বাচনের জন্যে ৪ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপীল বোর্ড গঠন করা হয়েছে।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম এবং এড. মেরিনা বেগম। আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন এড. ইমদাদুল হক তারাজুদ্দিন, এড. নুরুল হুদা এবং এড. হুমায়ুন কবির।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে সভাপতি পদে প্রার্থী হলেন এড.হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহ-সভাপতি পদে এড.আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি পদে এড.রবিউল আমিন রনি, সাধারণ সম্পাদক পদে এড. মুহাম্মদ মোহসীন মিয়া, যুগ্ম সম্পাদক এড. কামাল হোসেন, কোষাধক্ষ্য পদে এড. স্বপন ভুঁইয়া, আপ্যায়ন সম্পাদক পদে এড. অঞ্জন কুমার দাস, লাইব্রেরী সম্পাদক পদে এড. এরশাদুজামান ইমন, ক্রীড়া সম্পাদক পদে এড. আব্দুল মান্নান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. রাজিয়া আমিন কাঞ্চি, সমাজ সেবা সম্পাদক পদে এড. মানজুদুল রশিদ রিফাত, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান, কার্যকরী সদস্য পদে এড. নারায়ন চন্দ্র দাস, এড. নুরী নাজমুল আমিন, এড. আলী আকবর, এড. হালিমা আক্তার ও এড. ফাহিমা রহমান পায়েল।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে সভাপতি পদে প্রার্থী হলেন- এড.আহসান হাবিব শাহিন, সিনিয়র সহ-সভাপতি পদে এড. সুমন মিয়া, সহ-সভাপতি পদে এড. জুবের আলম জীবন, সাধারণ সম্পাদক পদে এড.এইচ.এম আনোয়ার প্রধান, যুগ্ম সম্পাদক এড. জাহিদুল ইসলাম মুক্তা, কোষাধক্ষ্য পদে এড. শেখ আঞ্জুম আহমেদ, আপ্যায়ন সম্পাদক পদে এড. আসমা হেলেন বিথী, লাইব্রেরী সম্পাদক পদে এড. রোকন উদ্দিন, ক্রীড়া সম্পাদক পদে এড. রাসেল প্রধান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক পদে এড. গোলাম সারোয়ার, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. হাবিবুর রহমান হাবিব, কার্যকরী সদস্য পদে এড. ফাতেমা খাতুন, এড. আবুল কালাম আজাদ, এড. মোহাম্মদ সুমন মিয়া, এড. আদনান মোল্লা, এড. সাজিয়া আক্তার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close