অপরাধআইন ও অধিকারজাতীয়নারায়ণগঞ্জরাজনীতি

অস্ত্র মামলায় একদিনের রিমান্ডে নারায়ণগঞ্জের জাকির খান

দুই দশক বিদেশে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে ঢাকার ভাটারা থানার একটি অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (৪ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ভাটার থানার সাব-ইন্সপেক্টর রিয়াদ আহমেদ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জাকির খানকে হাজির করে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসী একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমকতা এস আই রণপ কুমার ভক্ত গণমাধ্যমকে বলেন, “তিনজন আইনজীবী জাকিরের পক্ষে রিমান্ড আবেদন বাতিল চেয়ে শুনানি করেন। এ সময় জাকিরের পক্ষে শতাধিক সমর্থক আদালত পাড়ায় জড়ো হয়।”

এরআগে, গত শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ জাকির খানকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ এর একটি দল।

র‌্যাব জানায়, জাকির খানের বিরুদ্ধে ৪টি হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে এবং বিভিন্ন সময়ে তিনি এসব মামলায় জেলও খাটেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আরও দুর্ধর্ষ হয়ে ওঠেন। তিনি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় বিশাল সন্ত্রাসী বাহিনী ও মাদকের সাম্রাজ্য গড়ে তোলেন এবং শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত হয়ে ওঠেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close